কালুরঘাট নতুন সেতু বাস্তবায়নের দাবিতে ও আন্দোলন জোরদারের লক্ষ্যে চট্টগ্রাম নাগরিক ফোরামের এক মত বিনিময় সভা তাসলিম হাসানের সঞ্চালনায় ও চট্টগ্রাম নাগরিক ফোরাম নেতা মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে লাল খান বাজারস্থ কার্যালয়ে গত ২১ অক্টোবর অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরাম মহাসচিব মো. কামাল উদ্দিন। প্রধান অতিথি বলেন, ১৯৮৮ সলের ১৬ আগস্ট হতে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির উদ্যোগে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আসছি আমরা।
বৃটিশ কর্তৃক নির্মিত কর্ণফুলী নদীর উপর সেতুটি মেয়াদোত্তীর্ণ হয়েছে অনেক আগেই।কালুরঘাট সেতু মেরামতের পাশাপাশি নতুন সেতু বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন যাবত প্রতিবাদী অনশন, গণ সমাবেশ,মানব বন্ধন, স্মারক লিপি প্রদান ,প্রতিবাদী সভা করা সহ নানাভাবে জনমত সৃষ্টি করে আসছি।এই সেতু মেরামতের পর মেরামত কৃত সেতুর উপর দিয়ে আর কোন সময়, কোন ধরনের যানবাহন চলাচল করতে পারবে না মর্মে নিশ্চিত হয়েছি। যানবাহন ফেরি দিয়ে চলাচল করতে হবে। তা সরকারের সিদ্ধান্ত চুড়ান্ত হওয়ার কারণে কালুরঘাট সেতু বাস্তবায়নের দাবিতে আন্দোলন জোরদার করার লক্ষ্যে আগামী ১৮ নভেম্বর কালুরঘাটের পশ্চিম কুলে একটি মহাসমাবেশের আয়োজন করেছি। সমাবেশকে সামনে রেখে আগামী ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী টানেল উদ্বোধন করার জন্য চট্টগ্রাম আসার আগেই আমরা কালুরঘাট সেতু বাস্তবায়নে সরকারের আন্তরিকতা, সেতুর প্রয়োজনের কথা,একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তা তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছি। অন্যদিকে বোয়ালখালীসহ প্রতিটি এলাকায় প্রতিবাদ সভা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সাথে মতবিনিময় সহ নানা কর্মসূচি পালনের
সিদ্ধান্ত গৃহীত হয়। এতে উপস্থিত ছিলেন মেহেরুন নিপা, স, ম জিয়াউর রহমান, ফাতেমা, মেঘলা আকতার, মোহাম্মদ হায়দার ইসলাম, মোহাম্মদ তারেক, মোহাম্মদ নয়ন আমিনুল ইসলাম দিদার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, ক্যাপ্টেন মোহাম্মদ মহসিন,আলমগীর হোসেন, জামাল উদ্দিন, মোহাম্মদ মাহবুবুল আলম, মো. আবদুর রহমান, কুতুবউদ্দিন বকতেয়ার, মোহাম্মদ মাহাতাব উদ্দিন, জিন্নাত আরা ঝিনুক, নুরুল আলম, মোহাম্মদ ওসমান মোহাম্মদ জাভেদ,এম ডি মবিন,এম ডি রানা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।