১৭-১৮ ডিসেম্বর টিআইসি-তে তির্যকের নাট্যায়োজন

| বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৯:১১ পূর্বাহ্ণ

তির্যক নাট্যদল আগামী ১৭ এবং ১৮ ডিসেম্বর টিআইসি-তে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম দলের ৪৮ বছর এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী এক উৎসবের আয়োজন করছে। ‘সৃজনে-স্মরণে-বরণে তির্যক’ শীর্ষক দু’দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিশিষ্ট নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন। দু’দিনের আয়োজনে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, আবৃত্তি, নৃত্য, সংগীত পরিবেশনা, তির্যক নাট্য স্মারক প্রদর্শনী, নাট্যকর্মী সম্মিলন, সেমিনার। তাছাড়া প্রতিদিন সন্ধ্যায় তির্যকের নাটক পরিবেশিত হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে তির্যকের ৪৮ বছরের বিরামহীন সৃষ্টিশীলতার প্রত্যয়ে মঞ্চ নাটকের সাফল্য এবং সংকট-সংকুল বাস্তবতার মধ্যে দু’দিনের এই উৎসবকে সর্বাঙ্গীন নাট্যায়োজনে সমৃদ্ধ করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৭ ডিসেম্বর বিকেল তিনটায় উৎসব উদ্বোধনের পর ‘সৃজনের আলাপন’ শীর্ষক অনুষ্ঠানে নাট্যজনেরা সৃজনের কথামালায় অংশ নেবেন। বিকেল পাঁচটায় টিআইসি গ্যালারিতে ‘তির্যক নাট্য-স্মারক প্রদর্শনীর দ্বার উন্মোচন, বিকেল সাড়ে পাঁচটায় টিআইসি মুক্তাঙ্গনে রুদ্ধসময়ে শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে আমরা যাদেরকে হারিয়েছি, তাঁদের প্রতি শোক ও শ্রদ্ধা জ্ঞাপন। সন্ধ্যে সাড়ে ছটায় তির্যক প্রযোজনা প্রাচীন গ্রীক ট্রাজেডি সফোক্লিসের ‘ইডিপাস’ পরিবেশিত হবে।
১৮ ডিসেম্বর সকাল সাড়ে দশটায় টিআইসি মিলনায়তনে ‘বিশাল বাংলায় নাট্যচর্চা’ শীর্ষক সেমিনারে বিষয় উপস্থাপন করবেন অধ্যাপক মলয় ভৌমিক, সঞ্চালক হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন মামুনুর রশীদ।
সেমিনারে অংশ নেবেন দেশের বিশিষ্ট নাট্যব্যক্তিত্বরা। বিকেল তিনটায় ‘সৃজনে-বরণের কথকতা’ শীর্ষক অনুষ্ঠানমালায় এবছরের নাটকে একুশে পদক প্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দারকে সর্বস্তরের নাট্য ও সংস্কৃতিকর্মীদের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হবে। সন্ধ্যে সাড়ে ছটায় তির্যকের প্রযোজনায় পরিবেশিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রাজা’ ও শেষে উৎসব সমাপনী অনুষ্ঠানমালা।

পূর্ববর্তী নিবন্ধঅদম্য লড়াকু এক রাজনীতিক এ. বি. এম. মহিউদ্দিন চৌধুরী
পরবর্তী নিবন্ধশহীদ সার্জেন্ট মহি আলমের অজানা গল্প