বাংলাদেশ দল প্রায় এক বছর পর টেস্ট ক্রিকেটে নামছে। তবে সাকিব নামছে ১৭ মাস পর। তাই পুরো দল ছাড়াও সাকিবের উপর বাড়তি দৃষ্টি টাইগারদের। বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে ঘরের মাঠে গত বছর ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে। তবে সাকিব খেলেছেন ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর। তার শেষ টেস্ট ম্যাচটি ছেল এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই। প্রতিপক্ষ ছিল আফগানিস্তান। এরপর ২০১৯ সালের ২৮ অক্টোবর থেকে এক বছর সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। করোনার কারণে গত বছর মার্চ থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের সিরিজ বন্ধ ছিল। এরপর গত বছর জুলাইতে আন্তর্জাতিক ক্রিকেট চালু হলেও বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে এ বছরের জানুয়ারিতে।
সাকিব টেস্ট খেলতে নামবেন ১৭ মাস পর। এ দীর্ঘ সময়ে সাকিব না খেললেও এর মধ্যে বাংলাদেশ খেলেছে মাত্র ৪টি টেস্ট । এই ৪ টেস্টের মধ্যে তিনটিতেই হেরেছে টাইগাররা । সাকিব ছাড়া বাংলাদেশ শুধু একটি টেস্টে জিতেছে। সেটা জিম্বাবুয়ের বিপক্ষে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে সেই ম্যাচে টাইগাররা জিতেছিল ইনিংস ও ১০৬ রানে। ১৭ মাস আগে আফগানিস্তানের বিপক্ষে এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজের খেলা সবশেষ টেস্টের অভিজ্ঞতা মোটেও সুখবর ছিল না সাকিবের। আফগান বাহিনীর কাছে ২২৪ রানে হেরেছিল তার দল। সে ম্যাচে সাকিব নিজেও পারফর্ম করতে পারেননি। দুই ইনিংসে যথাক্রমে ১১ ও ৪৪ রান করা সাকিব উইকেট নিয়েছিলেন ৩টি।