১৬ মার্চ চট্টগ্রাম আসছেন সিইসি হাবিবুল আউয়াল

বৈঠক করবেন নির্বাচন কর্মকর্তাদের সাথে, যাবেন সন্দ্বীপেও

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ৭:৪২ পূর্বাহ্ণ

দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম আসছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আগামী ১৬ মার্চ সন্ধ্যায় তিনি চট্টগ্রাম আসবেন। এই ব্যাপারে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান আজাদীকে জানান, প্রধান নির্বাচন কমিশনার স্যার আগামী ১৬ মার্চ সন্ধ্যায় চট্টগ্রাম আসবেন। পরদিন ১৭ মার্চ সন্দ্বীপে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ১৮ মার্চ চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের কনফারেন্স হলে চট্টগ্রাম আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন।
উল্লেখ্য গত ২৬ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার এবং বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, মো. আলমগীর ও আনিছুর রহমানকে নির্বাচন কমিশনার করে গেজেট প্রকাশ করা হয়। এর পরদিন ২৭ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি) শপথ গ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধসয়াবিন তেলে ২০ শতাংশ ভ্যাট মওকুফ
পরবর্তী নিবন্ধকিডনি সুস্থ রাখতে সচেতন হওয়া জরুরি