১৬ ব্যক্তিকে ৫৫ হাজার টাকা জরিমানা

সড়কে দোকানের পণ্য

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ জুন, ২০২২ at ১০:২২ পূর্বাহ্ণ

নগরীর সদরঘাট ও লালখান বাজারে সড়ক ও ফুটপাত দখল করে পথচারীর চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে ১৬ ব্যক্তিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার পরিচালিত পৃথক এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

সংশ্লিষ্টরা জানান, সদরঘাট থানার অমর চাঁদ রোডে ফুটপাত ও রাস্তা দখল করে সাইকেল ও দোকানের পণ্য সামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টির দায়ে ৭ দোকান মালিকের বিরুদ্ধে মামলা করে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া লালখান বাজার এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসার দায়ে ৯ ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমোবাইল অপারেটরদের কাছে পাওনা ১৩ হাজার কোটি টাকা : মন্ত্রী
পরবর্তী নিবন্ধবঙ্গোপসাগর ঘিরে বাড়ছে স্বপ্ন ও সম্ভাবনা