১৬ বছর পর মহানগর আওয়ামী লীগের সম্মেলন ১ অক্টোবর

২০ সেপ্টেম্বরের মধ্যে ওয়ার্ড ও থানা সম্মেলন শেষ করার নির্দেশ ৩০ জুনের মধ্যে ইউনিট সম্পর্কে অভিযোগ নিষ্পত্তি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৬ মে, ২০২২ at ৬:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন আগামী ১ অক্টোবর। দীর্ঘ ১৬ বছর পর সম্মেলনের তারিখ ঘোষণায় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সম্মেলনের আগে ১ জুলাই থেকে পুরো মাসব্যাপী (শোকের মাস আগস্ট ছাড়া) এবং ২০ সেপ্টেম্বরের মধ্যে ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের সম্মেলন শেষ করার নির্দেশও দেয়া হয়েছে। এছাড়া যে সকল ইউনিট সম্মেলন এখনো হয়নি এর আগেই ইউনিট সম্মেলনগুলো শেষ করতে হবে।

কোনো ইউনিট সম্পর্কে অভিযোগ থাকলে ১৫ জুনের মধ্যে কেন্দ্রের কাছে পাঠাতে হবে এবং ৩০ শে জুনের মধ্যে আপত্তির নিষ্পত্তি করতে হবে। গতকাল বুধবার নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান বক্তা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এই ঘোষণা দেন। নগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৬ সালের ২৬ জুন নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে।

ঐ সম্মেলনে প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী সভাপতি এবং প্রয়াত কাজী এনামুল হক দানু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে সাধারণ সম্পাদক কাজী এনামুল হক দানু মারা গেলে ২০১৩ সালের সেপ্টেম্বরে প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীকে সভাপতি ও আ জ ম নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কমিটি করা হয়। তখন আর সম্মেলন হয়নি। কেন্দ্র থেকেই এই কমিটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে ২০১৭ সালের ১৫ ডিসেম্বর এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর সিনিয়র সহ সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরীকে দলের ভারপ্রাপ্ত সভাপতি করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক মাহবুবুল হক হানিফ, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ সমাজকল্যাণ সম্পাদক সুজিত নন্দী রায়, কৃষি ও সমবায় সম্পাদক বেগম ফরিদুন নাহার লায়লী, অর্থ পরিকল্পনা সম্পাদক বেগম ওয়াসিকা আয়শা খান, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের ক ইউনিটের সভাপতি মো. আলমগীর, এনায়েত বাজার ক ইউনিটের সাধারণ সম্পাদক বাবু সুজিত ঘোষ।

পূর্ববর্তী নিবন্ধহাদিসুরের পরিবার পাচ্ছে সাড়ে চার কোটি টাকা ক্ষতিপূরণ
পরবর্তী নিবন্ধরাজনীতি করব, কিন্তু আর নির্বাচন করব না : ইঞ্জিনিয়ার মোশাররফ