১৬ দাবিতে চবির এফ রহমান হলে তালা

চবি প্রতিনিধি | সোমবার , ২৮ নভেম্বর, ২০২২ at ৭:০০ পূর্বাহ্ণ

মশা নিধন, আর্সেনিকমুক্ত পানি ও খেলার সরঞ্জামের ব্যবস্থাসহ ১৬ দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান হলের গেটে তালা দিয়েছে শিক্ষার্থীরা। গতকাল রবিবার দুপুর দুইটায় হলের গেটে তালা দিয়ে আন্দোলন করে। পরে হলের আবাসিক শিক্ষক ও সহকারী প্রক্টররা এসে শিক্ষার্থীদের সাথে কথা বলে ঘণ্টাখানেক পরে তালা খুলে দেন এবং দাবিসমূহ মানার আশ্বাস দেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো, ওয়াশরুম সংস্কার, প্রতিটি ব্লকে পানির ফিল্টার স্থাপন, ডাইনিংয়ে স্টাফ এবং খাবারের মান বৃদ্ধি, আর্সেনিক মুক্ত পানি নিশ্চিত করা, ড্রেনেজ সিস্টেম সংস্কার, মশা নিধনের ব্যবস্থা, হলের রুমগুলোর আসবাবপত্র সংস্কার, খেলার মাঠ সংস্কার, খেলার সরঞ্জাম এবং টেবিল টেনিস বোর্ডের ব্যবস্থা, ওয়াই-ফাই সমস্যার দ্রুত সমাধান, বৈদ্যুতিক সমস্যা সমাধান, সময়মতো পত্রিকা সরবরাহ, হলের কর্মচারীদের দায়িত্ব পালন
নিশ্চিত করা এবং সাপের উপদ্রব নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ করা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, গত একমাস ধরে হল প্রভোস্ট নেই। আমরা বিভিন্ন সময় কর্তৃপক্ষকে দাবিগুলো জানালেও এখনো কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। দাবি পূরণ না হলে আমাদের আন্দোলন চলবে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, হলের আবাসিক শিক্ষকরা এবং দুইজন সহকারী প্রক্টর ঘটনাস্থলে গিয়েছেন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আমরা তাদের দাবিগুলো শুনেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীরা হলের তালা খুলে দিয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।
হলের সিনিয়র আবাসিক শিক্ষক এস এম মোয়াজ্জেম হোসেন আজাদীকে বলেন, আমাদের আবাসিক শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। তাদের দাবিগুলো শীঘ্রই পূরণ করার চেষ্টা করা হবে বলে আমরা আশ্বাস দিয়েছি। বর্তমান হলে প্রভোস্টের দায়িত্বে কেউ না থাকায় সমস্যা হয়ে গেছে। কয়েকটা দাবি কিছুদিনের মধ্যে পূরণ করা হবে। এটা নিয়ে ইতোমধ্যে আমরা কাজ করছি।
উল্লেখ, হলের প্রভোস্টের দায়িত্বে ছিলেন প্রফেসর ড. এস এম খসরুল আলম কুদ্দুসী। গত ১১ তারিখ প্রভোস্টের দায়িত্ব শেষ হলেও নতুন করে কাউকে দায়িত্ব দেয়া হয়নি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির ১৪ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ
পরবর্তী নিবন্ধঅপতৎপরতার বিরুদ্ধে প্রয়োজনে কঠোর ব্যবস্থা : তথ্যমন্ত্রী