পটিয়া উপজেলার ১৭ ইউনিয়নের মধ্যে ১৬ ইউনিয়ন ও একটি বেসরকারি কলেজে একযোগে ছাত্রলীগের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তবে অজ্ঞাত কারণে উপজেলার শোভনদনণ্ডী ইউনিয়নে এখনো কমিটি ঘোষণা করা হয়নি। উপজেলার ১৭ ইউনিয়নের ১৬টি ইউনিয়ন ও হুলাইন ছালেহ নুর কলেজে এ কমিটি ঘোষণা করা হয়। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল সাকের সিদ্দিকী ও যুগ্ম আহ্বায়ক মো. সেলিম উদ্দিন, জানে আলম ও তানবীর স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করেন।
এদিকে কমিটি ঘোষণা করার পর বিভিন্ন ইউনিয়নে নবগঠিত কমিটির বিভিন্ন পদ প্রাপ্তদের পদত্যাগ ও কমিটি বয়কটের ঘোষণায় হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি হয়েছে উপজেলা ছাত্রলীগের মধ্যে। একদিকে নবগঠিত কমিটির পদ পদবী পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও আনন্দ, অন্যদিকে ক্ষোভ ও অসন্তোষে কমিটি থেকে পদত্যাগ ও বয়কটের ঘোষণা দেয়া হচ্ছে।
আহ্বায়ক নাজমুল সাকের সিদ্দিকী ঘোষিত ১৬ ইউনিয়ন কমিটি ঘোষণার দুই ঘণ্টার মধ্যে এসব ইউনিয়ন ও কলেজে পাল্টা কমিটি ঘোষণা করা হয়। উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রবিউল হাসান ইবলু, শওকত হোসেন, আনিসুল ইসলাম চৌধুরী ও এনজয় দাশ স্বাক্ষরিত এ পাল্টা কমিটি ঘোষণা দেন। এতে আরেক যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল নোমানের সম্মতিও রয়েছে জানিয়ে যুগ্ম আহ্বায়ক রবিউল হাসান ইবলু জানান, ১৬ ইউনিয়ন ও একটি কলেজে আহ্বায়কসহ দুইজন যুগ্ম আহ্বায়ক যে কমিটি ঘোষণা করেছেন তাতে অছাত্র, অন্য দল করা ছাত্র থেকে শুরু করে বিবাহিতরাও কমিটিতে স্থান পেয়েছে। যার কারণে আমরা ছাত্রলীগের ঐতিহ্য ও নিয়মতান্ত্রিকতা বজায় রাখতে বৈধ ও পাল্টা কমিটি দিতে বাধ্য হয়েছি।
এদিকে উপজেলার ধলঘাট ইউনিয়ন, দক্ষিণ ভূর্ষি, আশিয়া, কেলিশহর, হাবিলাসদ্বীপ, খরনা, ছনহরা, ভাটিখাইন, আশিয়া, কোলাগাঁও, ইউনিয়নসহ ছালেহ নুর ডিগ্রি কলেজের নবগঠিত কমিটির বিভিন্ন পদ প্রাপ্তরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের একাধিক নেতা জানান, বর্তমানে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির মেয়াদ প্রায় শেষ পর্যায়ে। তাই তড়িঘড়ি করে মোটা অংকের টাকা নিয়ে আহ্বায়ক কমিটির কতিপয় নেতা জেলার সাথে সমন্বয় না করে এ কমিটি ঘোষণা করেন। যার কারণে পূর্র্ণাঙ্গ কমিটি না দিয়ে কোনো ইউনিয়নে ৪-৮ জনের নাম দিয়েই কমিটি ঘোষণা দেন।
পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল সাকের সিদ্দিকী বলেন, ছাত্রলীগ একটি বৃহত্তম সংগঠন। এখানে পক্ষে বিপক্ষে থাকবে। তাছাড়া দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে। তাই এখানে দলে পদ পদবী নিয়ে প্রতিযোগিতা ও পক্ষে-বিপক্ষে থাকতেই পারে। আহ্বায়ক কমিটি প্রতিটি ইউনিয়নে ও বেসরকারি কলেজগুলোতে কমিটি দিয়ে দল চাঙা করবে এটা নিয়মতান্ত্রিক বিষয়।
জানতে চাইলে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি বোরহান উদ্দিন জানান, যে সব ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে, তা সম্পূর্ণ অবৈধ। কমিটি দেয়ার পূর্বে উপজেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ জেলার সাথে সমন্বয় করে কমিটি দেয়ার কথা রয়েছে। কিন্তু তা করা হয়নি। এ বিষয়ে তাদের পূর্বেই একটি চিঠি দেয়া হয়েছিল। এ কমিটির বিষয়ে জেলা ও আমি কোনোভাবেই অবগত নই। শীঘ্রই পটিয়া উপজেলায় নতুন করে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, গত ২০২১ সালের ২৫ জুন নাজমুল সাকের সিদ্দিকীকে আহ্বায়ক ও ১১ জনকে যুগ্ম আহ্বায়ক করে ১৮১ সদস্য বিশিষ্ট পটিয়া উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় দক্ষিণ জেলা ছাত্রলীগ। তিন মাসের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হলেও ১১ মাসের মাথায় হঠাৎ করে এ কমিটি চলতি মাসের ২৪ মে বিলুপ্ত ঘোষণা দেয় জেলা কমিটি।