বঙ্গোপসাগরে ১৫ জন মাঝি-মাল্লা নিয়ে গত ৭ দিন ধরে এফবি আবিদ নামের একটি ফিশিং ট্রলার নিখোঁজ রয়েছে। নিখোঁজ মাঝি-মাল্লা ও ফিশিং ট্রলারের ভাগ্যে কি ঘটেছে তা এখনও অজানা। এ ঘটনায় জেলেপল্লীর নিখোঁজ জেলেদের পরিবারে চলছে কান্নার রোল।
মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়া গ্রামের আবদুল মোনাফের পুত্র ইউপি সদস্য রাহামত উল্লাহ মহেশখালী থানায় গতকাল ১৯ ডিসেম্বর তার ফিশিং ট্রলার নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি দায়ের করে জানান, তার মালিকানাধীন এফবি আবিদ নামে একটি ফিশিং ট্রলার ১৫ জন মাঝি-মাল্লা নিয়ে গত ৭ দিন পূর্বে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ রয়েছে। ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে দেখেছে বলে জানিয়েছেন সাগর থেকে মাছ ধরে কূলে ফেরা অপরাপর ফিশিং ট্রলারের শ্রমিকরা। ট্রলার মালিক তার ট্রলারটি খুঁজতে বা উদ্ধার করতে বাংলাদেশ নৌ বাহিনী, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।