১৫০ টাকার লটারিতে রাতারাতি কোটিপতি শ্রমিক

| বুধবার , ২৫ নভেম্বর, ২০২০ at ১১:০০ পূর্বাহ্ণ

ভারতে ১৫০ টাকা দিয়ে লটারি কিনে রাতারাতি ভাগ্যবদল করলেন মালবাজারের এক শ্রমিক। এই ঘটনায় যেমন এলাকায় হৈ চৈ শুরু হয়েছে তেমনি ওই শ্রমিকের পরিবারও আনন্দে আত্মহারা। তাকে দেখতে অনেকেই আসছেন তার বাড়িতে। পড়শিদের অনেকে তার নিরাপত্তার কথা ভেবে তাকে পাহারা দিচ্ছেন। খবর ভারতীয় গণমাধ্যমের। প্রতিবেদনে দেখা যায়, রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া ওই শ্রমিকের নাম বলবাহাদুর রাই। সে মালবাজার তিস্তার তীরে অবস্থিত তত্ত্বজ্ঞও গ্রামের বাসিন্দা। রোববার (২২ নভেম্বর) রাতে তিনি লটারি জেতার খবর জানতে পারেন। তার লটারি জেতার খবর শুনে এলাকায় রীতিমতো হইচই পড়ে যায়। তাকে দেখতে অনেকে তার বাড়িতে আসে বলে প্রতিবেদনে উঠে আসে। বলবাহাদুর রাতে লটারি জেতার খবর পাওয়ার পর তিনি রাতে আর ঘুমাতে পারেননি। তার নিরাপত্তার কথা বিবেচনা করে এলাকার কিছু যুবক তাকে অন্য যায়গায় নিয়ে যায়। তিনি সেখানেই রাত কাটান। লটারি কেনার কারণ কি সে ব্যাপারে বলবাহাদুর রাই বলেন, ‘আমি দৈনিক ১৭০ টাকা আয় করি। স্বপ্নেও ভাবিনি কোনোদিন কোটিপতি হয়ে যাব। এমনিতেই কি মনে হল ১৫০ টাকা দিয়ে টিকিটটা কিনেছিলাম।’

পূর্ববর্তী নিবন্ধশেষ ওভারে ঢাকাকে হারিয়ে রাজশাহীর চমক
পরবর্তী নিবন্ধপ্রথমবারের মতো অর্থমন্ত্রী ও গোয়েন্দা প্রধান হচ্ছেন নারী