প্রথমবারের মতো অর্থমন্ত্রী ও গোয়েন্দা প্রধান হচ্ছেন নারী

| বুধবার , ২৫ নভেম্বর, ২০২০ at ১১:০০ পূর্বাহ্ণ

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো নারী দেশটির অর্থমন্ত্রী হতে চলেছেন। ফেডারেল রিজার্ভের সাবেক চেয়ারম্যান জ্যানেট ইয়েলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অর্থমন্ত্রী হচ্ছেন। জো বাইডেনের ট্রানজিশনাল টিমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল, নিউইয়র্ক টাইমস ও বিবিসি। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যমগুলো বলছে, বাইডেনের ট্রেজারি সেক্রেটারি তথা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন জ্যানেট ইয়েলেন। ৭৪ বছর বয়সী এই অর্থনীতিবিদ এর আগে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ী জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে রাজি হয়েছেন। ক্ষমতা হস্তান্তরের বার্তা পাওয়ার পরই সোমবার রাতে কেবিনেটে কারা আসছেন, তাদের সম্ভাব্য নাম ঘোষণা করেছে বাইডেনের ট্রানজিশনাল টিম। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের প্রথম নারী হিসেবে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পদে নিয়োগ পান জ্যানেট ইয়েলেন। ২০১৮ সালে এই পদে তার মেয়াদ বাড়াননি ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন ইয়েলেন। তিনি ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ইকোনোমিকসে পিএইচডি করেন। তার স্বামী জর্জ অ্যাকারলফ অর্থনীতিতে নোবেল বিজয়ী। এছাড়া বাইডেনের আমলেই প্রথম মহিলা গোয়েন্দা প্রধান পেতে চলেছে আমেরিকা। পরবর্তী ন্যাশনাল ইনটেলিজেন্স ডিরেক্টর হতে চলেছেন এভ্রিল হেইনস। দু’দশক আগে ৯/১১ সন্ত্রাসের জেরে তৈরি হওয়া এই দফতরের মূল কাজ আমেরিকার বিভিন্ন গোয়েন্দা এবং গুপ্তচর সংস্থার মধ্যে সমন্বয় রক্ষা। ওবামার আমলে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত আইনি দিকগুলি দেখভালের দায়িত্বে ছিলেন সিআইএ-র প্রাক্তন ডেপুটি ডিরেক্টর এভ্রিল।

পূর্ববর্তী নিবন্ধ১৫০ টাকার লটারিতে রাতারাতি কোটিপতি শ্রমিক
পরবর্তী নিবন্ধআফগান যুদ্ধে নিহত কিংবা বিকলাঙ্গ ২৬,০২৫ শিশু