১৪ বছরে শিক্ষায় ব্যাপক উন্নয়ন হয়েছে

চকরিয়ায় শিক্ষা উপমন্ত্রী

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ এপ্রিল, ২০২৩ at ১০:৪৫ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বর্তমান সরকার বিগত ১৪ বছরে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। আধুনিক, শিক্ষিত ও স্মার্ট জাতি গঠনের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে সরকার। বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার সময় দেশের সাক্ষরতার হার ছিল ৫০ শতাংশ, যা বর্তমানে ৭৪ শতাংশে উন্নীত হয়েছে। আঞ্চলিক পর্যায়ে শিক্ষার এই হারে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাস্তব জীবনের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে তুলতে হবে। সেই লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের আরো দায়িত্বশীল হতে হবে।

তিনি গতকাল কঙবাজারের চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। চকরিয়া পৌরসভার মগবাজারস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য জাফর আলম। উদযাপন অনুষ্ঠানের আহবায়ক আমিনুর রশীদ দুলালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, পুলিশের চকরিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম, চকরিয়ার ইউএনও জেপি দেওয়ান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ সিরাজ আহমদ, সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদুল হক, বর্তমান প্রধান শিক্ষক মশিউর রহমান, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বর্তমান বুয়েটের সহকারি অধ্যাপক ড. আমান উদ্দিন সুমন। সুবর্ণজয়ন্তীর উৎসবে বিদ্যালয়টি সাবেক ও বর্তমানসহ কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়।

বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার পরিদর্শন : শিক্ষা উপমন্ত্রী বিদ্যালয়টির সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানের যোগ দেওয়ার আগে চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথার সিস্টেম চকরিয়া কমপ্লেক্সের চতুর্থ তলায় প্রায় ১০ হাজার বর্গফুটের পরিসরে এমপি জাফর আলম কর্তৃক স্থাপিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার’ পরিদর্শন করেন।

এ সময় সাথে ছিলেন এমপি জাফর আলম, তানভীর আহমদ সিদ্দিকী তুহিন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান তানিয়া আফরিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাপান গেলেন মেজর (অব.) এমদাদ
পরবর্তী নিবন্ধইঞ্জিনিয়ার মোশাররফের সাথে স্বাধীনতা মেলা পরিষদের মতবিনিময়