নগরীর ব্যাংক এশিয়া আগ্রাবাদ শাখার ১৪ কোটি ৬৩ লাখ টাকার খেলাপি ঋণ আদায়ের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে শোকজ করেছে আদালত। ঢাকার গুলশান রেসিডেন্সিয়াল মডেল টাউন এলাকার একটি বাণিজ্যিক ভবনে থাকা ৩,১৬৩ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট কেন ক্রোক করা হবে না, সে বিষয়ে তাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার চট্টগ্রামের অর্থঋণ আদালত–১ এর বিচারক মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ এরশাদ গতকাল দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে কারণ দর্শানোর আদেশের পাশাপাশি উক্ত সম্পত্তি যাতে অন্য কারো কাছে হস্তান্তর না করে সে বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, গত বছরের ২১ নভেম্বর ব্যাংক এশিয়া আগ্রাবাদ শাখা ১৪ কোটি ৬৩ লাখ ৯৮ হাজার ৮৮৭ টাকা খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে মামলাটি দায়ের করে। মামলায় আরামিট সিমেন্ট, আরামিট সিমেন্টের শেয়ারহোল্ডার সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চেয়ারম্যান এস এম আলমগীর চৌধুরী, এমডি ও জাবেদের স্ত্রী রুকমিলা জামানসহ ১০ জনকে বিবাদী করা হয়।