১৪৪ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২

পতেঙ্গায় ইঞ্জিন চালিত নৌকা জব্দ

আজাদী প্রতিবেদন | রবিবার , ৬ জুন, ২০২১ at ৭:০১ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গা থানাধীন বিমানবন্দর এলাকার ১৫নং ঘাটে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। ইঞ্জিন চালিত নৌকায় পরিচালিত অভিযানে ১৪৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে ইঞ্জিন চালিত নৌকাটিও জব্দ করে র‌্যাব। গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ অভিযান চালানো হয় বলে র‌্যাব সূত্র জানিয়েছে। আটক দুইজন হলেন- আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চাঁদ মাঝির বাড়ির মৃত সৈয়দ নূরের ছেলে মো. শফিউল আলম (৩৭) এবং একই এলাকার মো. নূরের ছেলে মো. শফিউল আলম (২০)।
র‌্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুই মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধার করা ১৪৪ বোতল বিদেশি মদের আনুমানিক মূল্য ৬ লাখ টাকার কম নয়। আটক দুইজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা থানায় হয়েছে সোর্পদ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকালো টাকা নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যে বিস্ময় টিআইবির
পরবর্তী নিবন্ধবিনোদন পার্কগুলো খুলে দেওয়ার দাবি বাপার