জামালখানে বঙ্গবন্ধুর দেয়ালচিত্র ভাঙার প্রতিবাদে ১৪নং লালখান বাজার ওয়ার্ড আওয়ামী যুবলীগ–স্বেচ্চাসেবক লীগ–ছাত্রলীগের যৌথ উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাঘঘোনা মোড় থেকে শুরু হয়ে মিছিলটি কর্নার হোটেল মোড়, ইস্পাহানী মোড় ওয়াসা চত্বর, হাইলেভেল রোড প্রদক্ষিণ শেষে বাঘঘোনা চত্বরে এসে এক বিক্ষোভ সমাবেশ ওয়ার্ড আওয়ামী যুবলীগ নেতা মাঈনুউদ্দিন হানিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শামীম আহসান এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শেখ জাফর আহাম্মদ মুজাহিদ, আজমল হোসেন হিরু, ইউসুফ খান, মো. মহিউদ্দিন মহি, মোর্শেদ আকবর, বশির আলী, মো. আজাদ, পেয়ার হোসেন, ফিরোজ, আসাদুজ্জামান জেবিন, মোর্শেদ আলম বাবলু, মারুফ হাসান, আহমেদ রেজা, মো. শরীফ, মো. শামীম আহসান, টিপু সুলতান, মো. জাহেদ, মো. সুমন, আল আমিন, সোহেল, মো. রাজিবুল ইসলাম, মামুনুর রহমান রাব্বি, নিজাম উদ্দিন রুবেল, ইব্রাহীম খলিল বাপ্পি, ইমন হোসেন, শাখাওয়াত হোসেন শাওন, খায়রুল নুর ইসলাম, পারভেজ, জাকির হোসেন, সাইফুল ইসলাম হৃদয়, রিয়াজ, ইউসুফ, জুয়েল, সাগর, মো. হৃদয় স্বীপন, আবুল হোসেন, আলী আরমান, ফয়সাল আহমেদ, তানভীর মুক্তাদির, ফাহিম উদ্দিন, সাইফুল ইসলাম সুজন, তারেক ও রাকিব প্রমুখ নেতৃবৃন্দ।











