খাল ভরাট, বালি উত্তোলন, পরিবেশ ছাড়পত্র ব্যতিরেখে, নবায়ন না করে কিংবা ছাড়পত্রের শর্তভঙ্গ করার অভিযোগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটিসহ চট্টগ্রাম বিভাগের ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৫ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়। গতকাল ৭ ডিসেম্বর সোমবার নগরীর খুলশীস্থ পরিবেশ অধিদপ্তর অঞ্চল পরিচালকের কার্যালয়ে পৃথক শুনানিতে এসব ক্ষতিপূরণ (জরিমানা) আদেশ দেন কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ ছাড়পত্রের শর্তভঙ্গ করায় আনোয়ারা উপজেলার এইচ এস কম্পোজিট টেক্সটাইল লিমিটেডকে ৩ লক্ষ টাকা, কক্সবাজারের চকরিয়া উপজেলার মেসার্স মদিনা ব্রিক্সকে ৬ লক্ষ টাকা, মেসার্স আল মদিনা ব্রিক্স-১, মেসার্স ডায়মন্ড ব্রিক্স ম্যানুফ্যাকচারিং ও মেসার্স আল মদিনা ব্রিক্স-২কে ৬০ হাজার টাকা করে, টেকনাফের মেসার্স জেড এন বি ব্রিক্সকে ৩০ হাজার টাকা, কক্সবাজার সদর উপজেলার মেসার্স গ্রান্ডবীচ রিসোর্টকে এক লক্ষ টাকা, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মেসার্স সানু মিয়া ব্রিক্সকে আড়াই লক্ষ টাকা, সদর উপজেলার দুলাল মিয়াকে ২০ হাজার টাকা, চাঁদপুর জেলার মতলব উপজেলার প্রধানীয়া কেমিক্যাল কোম্পানি ও সদর উপজেলার গ্রীন ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা করে, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মেসার্স এমএমএসি ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং সদর উপজেলার ইমরোজ ইউনানী ল্যাবরেটরিজকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।