১৩ কোটি টাকার ইয়াবা আম গাছের নিচে, গোসলখানায়

টেকনাফে আটক ২

টেকনাফ প্রতিনিধি | শুক্রবার , ২৯ জানুয়ারি, ২০২১ at ৭:৫৯ অপরাহ্ণ

টেকনাফ হাবিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৬৩ হাজার ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম যার আনুমানিক মূল্য ১৩ কোটি ২০ লাখ টাকা।
আজ শুক্রবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ হাবিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানান র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার।
আটককৃত আসামিরা উভয়ে টেকনাফ থানাধীন বড় হাবিরপাড়া এলাকার মৃত নজির আহাম্মদের ছেলে মো. আব্দুর রশিদ (৩৬) এবং গোদারবিল এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুল হামিদ (২৬)।
র‍্যাব-৭ এর সহকারী পরিচালক সিনিয়র এএসপি মাশকুর রহমান জানান, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন হাবিরপাড়া এলাকার আব্দুর রশিদ এর বসতঘরের সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।
পরে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও শনাক্তমতে ১নং আসামির ঘরের সামনে আম গাছের নিচে মাটি খুঁড়ে বিশেষ কায়দায় লুকানো ১ লাখ ৩৭ হাজার ৯শ’ পিস ইয়াবা ও আব্দুর রশিদের ভগ্নিপতির গোসলখানার স্ল্যাবের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ১ লাখ ২৬ হাজার ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সর্বমোট ২ লাখ ৬৩ হাজার ৯৮০ (দুই লাখ তেষট্টি হাজার নয়শ’ আশি) পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১৩ কোটি ২০ লাখ টাকা।
তিনি আরও জানান, আটককৃত আসামিরা আরো জানায় যে তারা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামিদের কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএইচএসসির ফল কাল
পরবর্তী নিবন্ধমোবাইল ফোনে এইচএসসির ফল জানা যাবে এভাবে