১৩ নম্বর পাহাড়তলী মাস্টার লাইন এক্স এন কলোনি, লোকো কলোনি, হাসপাতাল কলোনি, জিনের পাহাড়, সিসিএস অফিস, মালিপাড়ায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের ধানের শীষ ও ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম দুলাল-এর ঘুড়ি প্রতীকের সমর্থনে গণসংযোগ করা হয়।
গণসংযোগকালে জাহাঙ্গীর আলম দুলাল বলেন, “নির্বাচিত হলে ১৩ নম্বর ওয়ার্ডকে বসবাস উপযোগী করে গড়ে তোলা হবে যেখানে থাকবে না সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক। সমাজের সর্বস্তরের মানুষের অবস্থানের ভিত্তিতে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তোলা হবে এ ওয়ার্ডকে।”
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর বিএনপি’র যুগ্ন আহ্বায়ক এসকে খোদা তোতন ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শফিকুর রহমান স্বপন।
আরো বক্তব্য রাখেন ইব্রাহীম খোকন, মো. গোফরান, আসাদুজ্জামান দিদার, আমান উল্লাহ আমান, মো. হেলাল হোসেন, গোলাম সরোয়ার, শাহজালাল পলাশ, এমদাদুল হক স্বপন, গোলজার হোসেন মিন্টু, আব্দুল করিম, মোহাম্মদ মিল্টন, মো. জসিম, মো. কামাল, মো. জসিম, মো. বাদশা আলমগীর, মিজানুর রহমান সাইফুল, রিফাত হোসেন সাকিল, দেলায়ার হোসেন, সোহেল বাবু, এমদাদ হক মিঠু, আব্দুল সাত্তার, মো. রহিম, মো. হোসেন, মো. সুমন, কাউছার বাবু, মো. রুবেল, মো. আশিক, মো. সাদ্দাম হোসেন, মোবারক হোসেন, মামুন পাটোয়ারী নীরব, মো. শরিফ, মো. আকাশ, মো. আরজু, মেহেদী হাসান প্রমুখ।