মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মোস্তফা-হাকিম মেটারনিটি হাসপাতাল টিকা কেন্দ্রে প্রধানমন্ত্রীর নির্দেশে একদিনে এক কোটি টিকা প্রদান কর্মসূচিতে সর্বোচ্চ সংখ্যক মানুষকে টিকা প্রদান করা হয়। এ কেন্দ্রে গণটিকার আওতায় ১২ থেকে ১৭বছর বয়সী ২০০০ জনকে ফাইজার টিকাএবং ১৮ বছর উর্ধ্বে , ১০০০০ জনকে সিনোভ্যাক টিকা প্রদান করা হয়। ফাউন্ডেশনের পরিচালক এম মন্জুর আলমের সার্বিক তত্তাবধানে সুষ্ঠুভাবে টিকা প্রদান করে আসছে। তাছাড়া মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক সাইফুল আলমের ব্যবস্থাপনায় ও করোনা মেডিসিন ব্যাংকের পরিচালনায় ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ডের ২০ হাজার বস্তিবাসীকে টিকার আওতায় আনা হয়েছে। করোনা মেডিসিন ব্যাংকের প্রতিষ্ঠাতা ও ফাউন্ডেশনের পরিচালক ডা. মেসবাহ উদ্দিন তুহিন বলেন, সরকারের নির্দেশ অনুযায়ী একজন ও যেন টিকা হতে বাদ না যায় এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা বদ্ধপরিকর। প্রেস বিজ্ঞপ্তি।