ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ‘প্রভাবমুক্ত রাখতে’ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে সকল রিটার্নিং কর্মকর্তাকে এ নির্দেশনা পাঠানো হয়েছে। গতকাল সোমবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। খবর বিডিনিউজের।
চিঠিতে বলা হয়,‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রমকে যেকোনো ধরনের প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে দেশের সব পেশাজীবী সংগঠনের নির্বাচন, শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রকারের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নির্বাচন, সাংবাদিক সমিতির নির্বাচন, বণিক সমিতির নির্বাচন, সমবায় সমিতির নির্বাচন, ট্রেড ইউনিয়নের নির্বাচনসহ সকল সংগঠনের নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারির পর অনুষ্ঠান করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে।’
ইসির সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় রিটার্নিং অফিসারকে ব্যবস্থা নিতেও বলা হয়েছে চিঠিতে। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেদিন একই সঙ্গে জুলাই জাতীয় সনদ প্রশ্নে গণভোটও হবে।











