১২ দোকানদারের বিরুদ্ধে মামলা, জরিমানা

রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৯ অক্টোবর, ২০২২ at ৬:১৪ পূর্বাহ্ণ

নগরের কাপ্তাই রাস্তার মাথা থেকে মৌলভী বাজার পর্যন্ত রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করায় ১২ দোকানদারের বিরুদ্ধে মামলা করে ৪৮ হাজার জরিমানা আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

অভিযানে অংশ নেয়া চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম আজাদীকে বলেন, রাস্তার উভয় পাশের অবৈধ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।

রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করাসহ রাস্তায় মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় জরিমানা আদায় করা হয়। এছাড়া ষোলশহর ২ নং গেট ও কর্ণফুলী কমপ্লেক্স এলাকায় বায়েজিদ রোডের উভয় পাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ করে রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধজামায়াতের এখনও রাজনীতি করা ‘বিস্ময়কর’ : নাছির