নগরের সিনেমা প্যালেস এলাকা থেকে ১২শ পিস ইয়াবাসহ জামাল হোসেন (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুুলিশ। গত সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সাতকানিয়া থানার করইয়া নগর গ্রামের মৃত হেদায়েত আলীর ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর সাংবাদিকদের বলেন, গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জামাল নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।