১১ বছর পর নিয়োগ পেলেন তারা

| বুধবার , ৬ জানুয়ারি, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

১১ বছর ধরে নিয়োগ আটকে থাকা ৪ জনকে অফার লেটার পাঠাল রেলওয়ে। অফার লেটার পাওয়া চারজন হলেন মনি চন্দ্র দাশ, আসাদুজ্জামান আসাদ, বিষ্ণু প্রতীম বিশ্বাস ও ধর্মজিৎ চাকমা। এদের মধ্যে ধর্মজিৎ চাকমা অফার লেটারের উত্তর দেননি। অপর তিনজন লেটারের উত্তর দিয়েছেন। তাদের পোস্টিংও দেওয়া হয়েছে। খবর বাংলানিউজের।
রেলওয়ের ২০০৯ সালের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হন ১৪৫ জন চাকরিপ্রার্থী। এদের মধ্যে ১৩৭ জনের নিয়োগ হলেও নানা জটিলতায় সর্বশেষ ৪ জনের নিয়োগ হয়নি। এ নিয়ে গত ১৭ নভেম্বর ‘১১ বছর রেল ভবনের দিকে তাকিয়ে থাকা’ শিরোনামে বাংলানিউজে সংবাদ প্রকাশিত হয়। পরে ২ ডিসেম্বর এই চারজনকে রেলওয়ের পূর্বাঞ্চল দফতর থেকে অফার লেটার দেওয়া হয়। ৩ ডিসেম্বর মনি চন্দ্র দাশ, আসাদুজ্জামান আসাদ ও বিষ্ণু প্রতীম বিশ্বাস লেটারের উত্তর দেন। তাদের পোস্টিং দেওয়া হয়েছে। তাদের নিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন ওই সময়ে অতিরিক্ত মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করা সরদার সাহাদাত আলী। তিনি অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) দায়িত্ব নেওয়ার আগে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে যান। সরদার সাহাদাত আলী বলেন, আমি জানার পরপরই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিই। পরে অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব নেওয়ার আগেই তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে যাই।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম লেডিস ক্লাবের বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধচাল ও পেঁয়াজের বাজারে নৈরাজ্য বন্ধের দাবি