১১৯ বছরে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ

| মঙ্গলবার , ২৬ এপ্রিল, ২০২২ at ৬:৪৪ পূর্বাহ্ণ

১১৯ বছরে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে পরিচিত জাপানি নারী কানে তানাকা। গতকাল সোমবার স্থানীয় কর্মকর্তারা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

১৯০৩ সালের ২ জানুয়ারি জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফুকুওকা অঞ্চলে জন্মগ্রহণ করেন কানে তানাকা। ওই বছরই রাইট ভ্রাতৃদ্বয় প্রথমবারের মতো উড্ডয়ন করেন এবং প্রথম নারী হিসেবে মেরি কুরি নোবেল পুরস্কার লাভ করেন। কিছু দিন আগেও তানাকা তুলনামূলক সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। তিনি একটি নার্সিং হোমে থাকতেন। সেখানে তিনি বোর্ড গেমস এবং গণিতের সমস্যা সমাধান করতেন। চকলেট ছিল তার খুব পছন্দের।

একসময় নুডলসের দোকান, কেকের দোকানসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তানাকা। এক শতক আগে ১৯২২ সালে তিনি হিদেও তানাকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। চার সন্তানের জন্মের পর আরেকটি শিশু দত্তক নেন তিনি। হুইলচেয়ার ব্যবহার করে ২০২১ সালের টোকিও অলিম্পিকের টর্চ রিলেতে অংশ নিতে চেয়েছিলেন কানে তানাকা। কিন্তু মহামারির কারণে তার সেই পরিকল্পনা ভেস্তে যায়।

২০১৯ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয়। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত কোনটি ছিল। তার উত্তর ছিল, ‘এখন’। ওই সময়ে তার দৈনন্দিন রুটিনের একটি বর্ণনা উঠে এসেছিল। সেখানে সকাল ৬টায় ঘুম থেকে ওঠা এবং বিকালে গণিত ও ক্যালিগ্রাফি অনুশীলনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

পূর্ববর্তী নিবন্ধবাংলা প্রচলন উদ্যোগের সভা
পরবর্তী নিবন্ধটিকায় খরচ কত, খোলাসা করলেন স্বাস্থ্যমন্ত্রী