বাংলা প্রচলন উদ্যোগের সভা

| মঙ্গলবার , ২৬ এপ্রিল, ২০২২ at ৬:৪৩ পূর্বাহ্ণ

বাংলা প্রচলন উদ্যোগ এর সংগঠকদের এক সভা ও ইফতার আয়োজন ২৪ এপ্রিল রোববার চকবাজারস্থ ডা. মাহফুজুর রহমান ল্যাবের ২য় তলায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আ জ ম সাদেক।

১০ মে থেকে নগরীতে আইন আদালতের নির্দেশ মেনে বাংলায় নামফলক লেখার প্রচারনা শুরু হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। মশিউর রহমান খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ড. মাহফুজুর রহমান,বীর মুক্তিযোদ্ধা তৌহিদুল করিম কাজল,বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সুজাউদোলা বাবুল,রিজুয়ানুর রহমান খান,আবুল বাসার হেলাল,ভাস্কর চৌধুরী, ডা. আর. কে রুবেল,কাজী রাজেস ইমরান,আসমা আক্তার,ডা. মো. মীর হোসেন মাসুম,শেখ গোলাম মো. রাজু,চৌধুরী জসিমুল হক,জাহিদুনবী কনক,অধ্যাপক মনোজিৎ ধর,বিমল কান্তি বড়ুয়া,ডা. সুভাস চন্দ্র সেন, ইন্‌িজনিয়ার লিটন ব্যানার্জী,আবদুল মাবুদ,ইনতেখাব সুমন,সাহিদ ইমরান সিসু,সূবর্ণা খান,মো. সায়েম উদ্দিন প্রমুখ। সভা শেষে ইফতারির আয়োজন করা হয়। খবর প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলার মুক্তিকামী জনতার প্রজ্ঞার ফসল
পরবর্তী নিবন্ধ১১৯ বছরে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ