১০ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ

| বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ১০:৫৫ পূর্বাহ্ণ

চীনের দক্ষিণ-পশ্চিমের একটি রেস্তোরাঁয় ১০ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ পাওয়া গেছে। ওই রেস্তোরাঁয় নৈশভোজ করতে আসা এক অতিথি রেস্তোরাঁর বাইরের উঠানে ডাইনোসরের পায়ের ছাপটি আবিষ্কার করেন।

সিএনএন জানায়, রেস্তোরাঁটি চীনের সিচুয়ান প্রদেশের লেশান শহরে অবস্থিত। সেখানে খুঁজে পাওয়া পায়ের ছাপগুলো দুটি সরোপড ডাইনোসরের। খবর বিডিনিউজের।

সরু লম্বা গ্রিবা, লম্বা লেজ, ছোট্ট মাথা আর বিশাল দেহী সরোপড ডাইনোসর ক্রিটাসিয়াস আমলে পৃথিবীতে বিচরণ করত বলে জানান লিডা জিং।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৬.৩৮ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপুড়ছে পশ্চিম ইউরোপ