১০১ ইয়াবা কারবারির রায়ের দিন জানা যাবে ১৪ নভেম্বর

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ৮ নভেম্বর, ২০২২ at ১০:২০ পূর্বাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পনকারী টেকনাফের আত্মস্বীকৃত ১০১ ইয়াবা কারবারির মামলায় গতকাল সোমবার আদালতে ফৌজদারী কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের চূড়ান্তভাবে চিহ্নিত করা হয়েছে। এ মামলায় আসামিদের পক্ষে সাফাই সাক্ষী ও যুক্তি-তর্ক উপস্থাপনের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করে আগামি ১৪ নভেম্বর দিন ধার্য করেছেন।

কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত গতকাল এ আদেশ দেন।

সরকারি কৌসুলি ফরিদুল আলম (পিপি) এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার মামলার ধার্য দিনে আদালতে আসামি পক্ষের আইনজীবী ২ জনের সাফাই সাক্ষ্য প্রদানের আবেদন করেন। আদালত তা আমলে নিয়ে আগামী ১৪ নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন।

ওই দিন সাফাই সাক্ষীর পর যুক্তি-তর্ক শেষে মামলার রায় ঘোষণার দিনক্ষণ ঠিক করা হবে। পিপি আরও জানান, গত ৩০ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা টেকনাফ থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহার সাক্ষ্য প্রদানের মধ্যদিয়ে এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলায় মোট ২১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। বর্তমানে মামলার সব আসামি জামিনে রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধনতুন পোশাকে মাঠে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ১ লাখ ৪১ হাজার ঘনফুট বালু জব্দ