লোহাগাড়ায় ১ লাখ ৪১ হাজার ঘনফুট বালু জব্দ

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ৮ নভেম্বর, ২০২২ at ১০:২১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ১ লাখ ৪১ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার চুনতি ও পুটিবিলা ইউনিয়নে দিনব্যাপী অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শাহজাহান। অভিযানে চুনতি ইউনিয়নের জামতল এলাকা থেকে ২০ হাজার ঘনফুট, কিল্লাঘোনা বাজারের উত্তর পাশ থেকে ৩০ হাজার ঘনফুট, ফারেঙ্গা গোড়ার চর খালের মুখ থেকে ২০ হাজার ঘনফুট, পেক্কাছড়ি ব্রিজের পাশ থেকে ৪০ হাজজর ঘনফুট, পানত্রিশা উত্তর পাড়া থেকে ৩০ হাজার ঘনফুট ও পুটিবিলা ইউনিয়নের সড়াইয়া এলাকা থেকে ১ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শাহজাহান জানান, অবৈধভাবে বিভিন্ন খাল ও ছড়া থেকে বালু উত্তোলনের সংবাদে পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ১ লাখ ৪১ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

তাই কাউকে আটক কিংবা বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা যায়নি। জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হবে। অভিযানে লোহাগাড়া থানার এসআই আলমগীরসহ পুলিশ বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধ১০১ ইয়াবা কারবারির রায়ের দিন জানা যাবে ১৪ নভেম্বর
পরবর্তী নিবন্ধপেয়ারুল ইসলামের সাথে সীতাকুণ্ড উপজেলা আ. লীগের মতবিনিময়