১০০ বল ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৬ মার্চ, ২০২২ at ৭:৫১ পূর্বাহ্ণ

চিটাগাং উইকেন্ড ক্রিকেট ক্লাবের আয়োজনে জিপিএইচ ইস্পাত ১০০ বল ক্রিকেট টুর্নামেন্টের ৪র্থ দিনে গতকাল শুক্রবার ৩টি খেলা সম্পন্ন হয়েছে। মহিলা কমপ্লেঙ মাঠে অনুষ্ঠিত খেলা শেষে সেমিফাইনালে উন্নীত হয় চিটাগাং রয়্যাল্‌স, ৯০’স উইলোস, চিটাগাং মাস্টার্স ও চিটাগাং ইউনাইটেড। গতকাল অনুষ্ঠিত প্রথম খেলায় চিটাগাং রয়্যাল্‌স ৭ উইকেটে চিটাগাং ইউনাইটেডকে পরাজিত করে। টসে জিতে চিটাগাং রয়্যাল্‌স প্রথমে ফিল্ডিং করতে নামে। প্রথমে ব্যাটিং করতে নেমে চিটাগাং ইউনাইটেড নির্ধারিত ১০০ বলে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে। দলের রাশেদ ৬৪, মানিক ১৪ ও সবুজ ২৬ রান করেন। চিটাগাং রয়্যাল্‌সের আরিফ ও রাজিব ২টি করে উইকেট পান। সাকিবুর ও নান্টু ১টি করে উইকেট দখল করেন। জবাবে চিটাগাং রয়্যাল্‌স ৯৭ বল খেলে ৩ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলে নেয়। দলের কায়সার ৫২, সাকিবুর ৪৩, আরিফ ১৪ এবং সাকি ১৮ রান করেন। চিটাগাং ইউনাইটেডের সবুজ ২টি এবং ইমরান ১টি উইকেট নেন। দ্বিতীয় খেলায় এসএসএস মাস্টার্স ৫৯ রানে ওল্ড ব্রাইট এসোসিয়েশনকে পরাজিত করে। টস জিতে এসএসএস মাস্টার্স প্রথমে ব্যাট করে। তারা ১০০ বল খেলে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে। দলের রিয়াসাত ৩৮, নাজমুল ১৩, রাজেশ ৬২ এবং রানা ১০ রান করেন। ওল্ড ব্রাইট এসোসিয়েশনের অঞ্জন ৪টি উইকেট দখল করেন। এছাড়া তসলিম,হারুন,ফাহিম এবং রিপন ১টি করে উইকেট নেন। জবাবে ওল্ড ব্রাইট ৯৭ বল খেলে সব উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করতে সমর্থ হয়। দলের হয়ে রিপন ১১, আরিফ ২৬, আদিল ৩১ এবং ফাহিম ১০ রান করেন। এসএসএস মাস্টার্সের রানা ৪টি এবং সুজন ২টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন রিপন, তানিন,সোহেল এবং নাজমুল। তৃতীয় খেলায় ৯০’স উইলোস ৯ উইকেটে এমেচার ক্লাবকে পরাজিত করে। টস জিতে এমেচার ক্লাব প্রথমে ব্যাট করে। ১০০ বল খেলে ৯ উইকেট হারিয়ে তারা ১৫০ রান করে। দলের নাজমুল ১৬, মাহফুজ ৪৬, মুন্না ১০, শাওন ১৫ এবং ইমতিয়াজ ১০ রান করেন। ৯০’স উইলোস এর মাসুদ, পায়েল এবং লতিফ ২টি করে উইকেট নেন। রাশেদ পান ১টি উইকেট। জবাবে ৯০’স উইলোস ৮১ বল খেলে ১ উইকেট হারিয়ে ১৫১ রান করে নেয়। দলের লতিফ ৭৭ এবং মাসুদ ৩৬ রান করেন। এমেচার ক্লাবের ফারুক ১টি উইকেট পান। আজ ২৬ মার্চ ১ম সেমিফাইনালে চিটাগাং রয়্যাল্‌স এবং ৯০’স উইলোস, ২য় সেমিফাইনালে চিটাগাং মাস্টার্স এবং চিটাগাং ইউনাইটেড অংশ নেবে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে দুপুর ২:১৫মিনিটে। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় হামজু মিয়ার বলিখেলা সম্পন্ন
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ার কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা