১০০০ টাকা মূল্যমানের লাল নোট অচল নয় : বাংলাদেশ ব্যাংক

| বৃহস্পতিবার , ১২ মে, ২০২২ at ৫:৩৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ ব্যাংক (বিবি) ১০০০ টাকা মূল্যমানের লাল নোট অচল ঘোষণা করেনি। আগামী ৩০ মের পর এই নোট অচল হিসেবে গণ্য হবে মর্মে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্লাটফর্মে প্রচারিত তথ্যকে গুজব এবং বিভ্রান্তিকর বলে দাবি করেছে কেন্দ্রীয় ব্যাংক। খবর বাসসের।

গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের কারেন্সী ম্যানেজমেন্ট বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক ১০০০ টাকা মূল্যমানের লাল নোট বা অন্য কোনো নোট অচল হিসেবে ঘোষণা করেনি। কেন্দ্রীয় ব্যাংক জনসাধারণকে এ ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য আমলে না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন হুইপ সামশুল হক চৌধুরী
পরবর্তী নিবন্ধসমীক্ষা ফি চূড়ান্ত হলেই কাজ শুরু করবে বুয়েট