১শ’ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল হবে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

আইভিশন সেন্টার উদ্বোধনকালে হুইপ সামশুল হক

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১৯ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৩৮ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী বলছেন, পটিয়ার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ সুন্দর উপজেলা হাসপাতালে রূপান্তর করা হবে। সেজন্য অল্প সময়ের মধ্যেই হাসপাতালের অবকাঠামো উন্নয়নসহ যাবতীয় কর্মযজ্ঞ শুরু করা হবে। গতকাল রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চক্ষু চিকিৎসায় ‘‘আইভিশন সেন্টারের’ উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। হুইপ আরো বলেন, পটিয়া হাসপাতালে আইভিশন সেন্টারে রোগীদের বিনামূল্যে চোখের উন্নত চিকিৎসাসেবা প্রদান করবেন। শেখ হাসিনার সরকার দেশে চিকিৎসাসেবার উন্নয়নে সহযোগিতা দিয়ে আসছেন।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথ, কেলিশহর ইউপি চেয়ারম্যান সরোজ কান্তি সেন নান্টু, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, পৌর কাউন্সিল মো. কামাল উদ্দীন বেলাল, স্বাস্থ্য কমপ্লেক্সের হুইপের প্রতিনিধি মো. নুরুল আবছার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কোয়ান্টামের শিক্ষার্থী ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভারপ্রাপ্ত মেয়রের শ্রদ্ধা নিবেদন