১ম বিভাগ ফুটবল লিগে রাইজিং স্টার ক্লাবের প্রথম জয়

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৮ নভেম্বর, ২০২৩ at ১০:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্স এর আর্থিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লিগে জয় পেয়েছে রাইজিং স্টার ক্লাব। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত বৃষ্টি বিঘ্নিত ম্যাচে রাইজিং স্টার ক্লাব ১০ গোলে বাকলিয়া একাদশকে পরাজিত করে। গতকাল থেকে বৃষ্টির কারনে মাঠ ছিল কর্দমাক্ত। আর সে মাঠে বাড়তি শক্তি প্রয়োগ করে খেলতে হয়েছে ফুটবলারদের। ম্যাচের শুরু থেকে দু দল বেশ আক্রমন আর পাল্টা আক্রমন করে খেলতে থাকে। তবে গোলের দেখা পাচ্ছিলনা কোন দলই। যদিও শেষ পর্যন্ত আত্মঘাতি এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রাইজিং স্টার ক্লাব। খেলার ২১ মিনিটে রাইজিং স্টার ক্লাবের কামরান আহমেদ মিলনের শট ক্লিয়ার করতে গিয়ে বাকলিয়া একাদশের এক ডিফেন্ডার বল জড়িয়ে দেন নিজেদের জালে। ফলে এগিয়ে যায় রাইজিং স্টার। আর সে গোলটিই ম্যাচের ফল নির্ধারক হয়ে যায়। তিন ম্যাচে রাইজিং স্টার ক্লাবের পয়েন্ট দাড়িয়েছে ৪। অপরদিকে বাকলিয়া একাদশ তিন ম্যাচের তিনটিতেই হেরেছে। এই খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বাকলিয়া একাদশের খেলোয়াড় মো: নেওয়াজ । তার হাতে পুরষ্কার তুলে দেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের কাউন্সিলর সাজ্জাদুর রহমান শুভ। আজ দুটি খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দূর্যোগপূর্ণ আবহাওয়ার ও মাঠ খেলার অনুপযোগি হওয়ায় এই খেলা দুটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে খেলাসমূহ বডিলি শিফ্‌ট হয়ে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধভারতকে হারানোর কৌশল জানা আছে অস্ট্রেলিয়ার
পরবর্তী নিবন্ধঅন্তত চারটি মাঠ সৃষ্টি এবং মানসম্মত খেলাধুলা আয়োজনই পরের চার বছরের বড় লক্ষ্য