১ম বিভাগ দাবা লিগে মুক্তিযোদ্ধা সংসদ শীর্ষে

| সোমবার , ২৭ মে, ২০২৪ at ৮:০৭ পূর্বাহ্ণ

সিজেকেএস ১ম বিভাগ দাবা লিগের ৪র্থ রাউন্ড শেষ হয়েছে। এ রাউন্ড শেষে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লাল দল পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে। নবীন মেলা ও ডবলমুরিং ক্লাব ৬ পয়েন্ট নিয়ে ২য় স্থানে আছে। গতকাল রোববার অনুষ্ঠিত ৪র্থ রাউন্ডের খেলায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লাল ২..৫ পয়েন্টে ফিরিঙ্গিবাজার লাকী স্টারকে, সিটি ক্লাব ৪০ পয়েন্টে রেলওয়ে এস এ কে, মাদারবাড়ী উদয়ন সংঘ ৩১ শতাব্দী গোষ্ঠীকে, রেলওয়ে রের্ঞ্জাস ৩১ পয়েন্টে কল্লোল সংঘকে, চট্টগ্রাম আবাহনী ৩১ পয়েন্টে পিডিপি গ্রীণকে, ফায়ার সার্ভিস ৩১ পয়েন্টে চট্টগ্রাম ক্লাবকে ও রাইজিং স্টার ক্লাব জুনিয়র ৩১ পয়েন্টে ক্যাথিলিক ক্লাবকে পরাজিত করে। নবীন মেলা ও ডবলমুড়িং ক্লাব এবং আগ্রাবাদ নওজোয়ান ও রাফা ক্রিকেট ক্লাবের মধ্যে অনুষ্ঠিত খেলা ২২ পয়েন্টে ড্র হয়। আজ বিকাল ৪টা হতে ৫ম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধবংশী শিল্পকলা একাডেমির সংঙ্গীতায়োজন
পরবর্তী নিবন্ধ১ম বিভাগ ক্রিকেটে রেলিগেশন পর্বের খেলা পরিত্যক্ত