কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগে দ্বিতীয় জয় পেয়েছে ফিরিঙ্গীবাজার লাকি স্টার ক্লাব। মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় লাকি স্টার ৭ উইকেটে উল্লাস ক্লাবকে পরাজিত করে। ফলে ৫ খেলা শেষে লাকি স্টার ৬ এবং উল্লাস ৪ পয়েন্ট পেয়েছে। গতকাল রোববার টসে জিতে উল্লাস প্রথমে ব্যাট করতে নামে। তারা ৪২.৪ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। নীশিত ঘোষ সর্বোচ্চ ৫৪ রান করেন ৮০ বল খেলে।
এছাড়া সাব্বির রহমান ২৩,কাইমুল খান অপরাজিত ১৯, শামীম শরীফ ১০ রান করেন। লাকি স্টারের পক্ষে শাফায়েত ইশান ২৬ রানে ৩টি এবং আসিফ রিদওয়ান ২৬ রানে ২টি উইকেট পান। জবাবে লাকি স্টার ক্লাব ২৩.১ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে নেয়। ইরফান সাবরি তাকরির ৬৮ বলে অপরাজিত ৬২ রান করেন। ৪টি চার এবং ৫টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া হ্যাপী ৪৭ বলে অপরাজিত ৫৮ রান করেন। ৫টি চার এবং ৪টি ছক্কা ছিল তার ইনিংসে। উল্লাস ক্লাবের পক্ষে মোহাইমিনুল বাধন ২২ রানে ২টি উইকেট নেন। আজকের খেলা: শতাব্দী গোষ্ঠী বনাম সিটি কর্পোরেশন একাদশ গ্রীন।