নগরের হোটেল আগ্রাবাদে উদ্বোধন হয়েছে জনপ্রিয় ইতালিয়ান স্টাইলের আইসক্রিম ও ডেজার্ট ব্র্যান্ড লা জেলাটেরিয়ার দ্বিতীয় আউটলেট। নতুন এই আউটলেটে পাওয়া যাবে লা জেলাটেরিয়ার তৈরি ফ্রেশ জেলাটো ফ্লেভার, ডেজার্ট এবং পানীয়।
গতকাল রোববার আউটলেট উদ্বোধন করেন ইতালি বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং হোটেল আগ্রাবাদ লিমিটেডের ডেপুুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইরাদ আলী। এ সময় উপস্থিত ছিলেন লা জেলাটেরিয়ার (পিএমজিএফ লিমিটেড) জেনারেল ম্যানেজার এহসানুল কবির, হোটেল আগ্রাবাদ ও জেলাটেরিয়ার সিনিয়র কর্মকর্তা এবং অতিথিবৃন্দ।
মোহাম্মদ ইরাদ আলী বলেন, আমাদের লোকাল এবং ইন্টারন্যাশনালি গেস্ট আছে। আমাদের সবসময় চিন্তা থাকে গেস্টদের সর্বোচ্চ ভালো মানের সেবা দেয়ার। ওই চিন্তা থেকেই আমরা লা জেলাটেরিয়ার আউটলেট করেছি। এটা চট্টগ্রামে লা জেলাটেরিয়ার দ্বিতীয় আউটলেট। এটা মূলত ইটালিয়ান আইসক্রিম। মানের দিক থেকে তারা খুব ভালো করে। ঢাকাতেও ভালো করছে। আজ এখানে যাত্রা শুরু হলো। আশা করছি এখানেও ভালো করবে।
এহসানুল কবির বলেন, জেলাটো হচ্ছে আইসক্রিমের সুপেরিয়র ভার্সন। আইসক্রিমে যেসব ক্ষতিকর দিক থাকে, সেগুলো জেলাটোতে থাকে না। যেমন আমরা কোনো আর্টিফিশিয়াল রং এবং কোনো সুগার ব্যবহার করি না। সুগার যেটা ব্যবহার করি সেটা গ্রেপ সুগার। আর আমরা লম্বা সময় ধরে এটা প্রিজার্ভ করে রাখি। এর মাধ্যমে মানুষকে মজাটা দেয়া এবং ক্ষতিটা সরিয়ে ফেলার চেষ্টা করি।
উল্লেখ্য, গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে গতকাল হোটেল আগ্রাবাদের অতিথি ও দর্শনার্থীরা ১০% বিশেষ ছাড়ের সুযোগ উপভোগ করেন। এ সুযোগ থাকবে আজ সোমবারও। লা জেলাটেরিয়া পরিচালনা করে পিএমজিএফ লিমিটেড। এটি স্বনামধন্য হসপিটালিটি গ্রুপ, যারা ঢাকায় বেশ কয়েকটি খ্যাতনামা রেস্তোরাঁ পরিচালনা করে।












