হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট টি-টেন ক্রিকেটে কাশবন একাদশ চ্যাম্পিয়ন

| মঙ্গলবার , ২ ডিসেম্বর, ২০২৫ at ৬:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আয়োজিত টিটেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গত রোববার সকালে জমিয়াতুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় কাশবন রেস্টুরেন্ট ক্রিকেট একাদশ ২১ রানে নউহেয়ার রেস্টুরেন্ট ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রথমে ব্যাটিং করতে নেমে কাশবন ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। জবাবে নউহেনার রেস্টুরেন্ট ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৮ রান তুলতে সক্ষম হন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন মোহাম্মদ। তিনি ৩০ বলে ৫২ রান ও ৩ উইকেট নেন। ম্যান অব দা টুর্নামেন্ট ও সেরা ব্যাটার মোহাম্মদ খালেক। তিনি মোট ১৪৬ রান ও ১৯ উইকেট পান। সেরা বোলার হন মোহাম্মদ রিয়ান। তিনি ১১টি উইকেট ও ব্যক্তিগত ১০৭ রান করেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশবন গ্রুপে অফ কোম্পানির চেয়ারম্যান শামসুদ্দীন খন্দকার। প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ওসমান গনি মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য আনোয়ার সিদ্দিক চৌধুরী, সিজেকেএস কাউন্সিলর শাহেলা আবেদীন রিমা, তিলোত্তমা চট্টগ্রামএর প্রতিষ্ঠাতা উদ্যোক্তা জি. এম. গোলাম রসুন আভিক। এ ছাড়াও ইসমাইল হোসাইন রাসেল, আশরাফ উদ্দিন, শরীফ আসকারী মাহবুব হাসান প্রমুখ উপস্থিত দিলেন।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে বার্ষিক বিলিয়ার্ড স্নুকার ও পুল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধহাথুরুসিংহের ডাকে সিডনি যাচ্ছেন মুমিনুল