হোটেলে চুরি আটক এক, কিছু মালামাল উদ্ধার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৬ জুলাই, ২০২১ at ১০:৩২ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজারের এক্সেস রোডে খাজা হোটেলে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে চুরি করা বেশ কিছু আসবাবপত্র উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে এসব পণ্য উদ্ধার করা হয়। চুরির সাথে সংশ্লিষ্ট মো. ফাহাদ নামে এক যুবককে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, আবুল কাশেম প্রকাশ কাশেম চেয়ারম্যানের মালিকানাধীন হোটেলটিতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে চুরি হয়। এ ঘটনায় হোটেলের পরিচালক ইমাম হোসেন থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অভিযোগ করা হয়, সংঘবদ্ধ চোরেরা জেনারেটর, ফ্রিজ ও হোটেলের ক্যাশবক্স, ক্রোকারিজ, গ্যাসের চুলা, বৈদ্যুতিক মোটর, টেবিল ও চেয়ার চুরি করে নিয়ে যায়। ইতোমধ্যে পুলিশ বেশ কিছু চেয়ার-টেবিল উদ্ধার করেছে।
হোটেলটির মালিক আবুল কাশেম বলেন, সব মিলিয়ে প্রায় আড়াই লাখ টাকার পণ্য চুরি হয়েছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, হোটেলে চুরির ঘটনায় ফাহাদ নামের এক যুবককে আটক করেছি। তার ভাষ্যমতে, চেয়ার-টেবিল উদ্ধার করেছি। বাকি পণ্য উদ্ধারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে গরু ব্যবসায়ীকে মারধর করে টাকা ও মোটর সাইকেল লুটের অভিযোগ
পরবর্তী নিবন্ধপটিয়ায় শ্রমিক লীগের ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা