আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে গতকাল শুক্রবার হযরত তৈয়ব শাহ (রহ.) জামে মসজিদে এবং এইচ এম ভবন অডিটরিয়ামে বাদ জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের স্মরণ এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম
উদ্দিন আহমদ এমপির আত্মার মাগফেরাত কামনায় ও মইনুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারীর (রহ.) খোশরোজ দিবস স্মরণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে মিসকিনদের আপ্যায়নসহ মসজিদে মুসল্লিদের মাঝে তবারুক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোছনে আরা
মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সরওয়ার আলম। আলোচনা সভায় প্রধান অতিথি সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম. মনজুর আলম বলেন, দুর্যোগ দুর্ঘটনার সময় মানুষের পাশে দাঁড়ানো ঈমানি দায়িত্ব। তিনি মোছলেম উদ্দিন আহমদকে একজন কর্মীবান্ধব নেতা হিসেবে আখ্যায়িত করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। এতে মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা সৈয়দ ইউনুচ রজভী আল কাদেরী। উপস্থিত ছিলেন হোছনে আরা
মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মো. নিজামুল আলম রাজু, মো. ফারুক আযম, মোহাম্মদ সাহিদুল আলম, বাদশা আলম, মোহাম্মদ ইব্রাহিম, নাবিদ আব্দুল্লা, আবিদ আব্দুল্লাহ ও সারহান আব্দুল্লাহসহ অন্যরা। প্রেস বিজ্ঞপ্তি।