উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা সুর করলেন বাংলাদেশের গুণী সংগীতশিল্পী সমরজিৎ রায়ের জন্য। প্রকৃতপক্ষে দুজনের মধ্যে সুরের বিনিময়ই হয়েছে। এর আগে সমরজিৎয়ের কথা ও সুরে ‘তুমি ভোরের পাখির মতো’ শিরোনামের গানটি তাঁরই সঙ্গে গেয়েছিলেন হৈমন্তী শুক্লা। সমরজিৎ রায়ের প্রতি অগাধ স্নেহ এবং আন্তরিকতার কারণে এবার তাঁর জন্যই সুর করলেন হৈমন্তী শুক্লা। এর আগে নিজের জন্য কয়েকটি গানের সুর করলেও অন্য কারো জন্য এই প্রথম সুর করলেন তিনি। খবর বাংলানিউজের।
‘কিছু কিছু রাত’ শিরোনামের এই গানটির মধ্য দিয়েই মৌলিক গানের শতক পূর্ণ হবে শিল্পী সমরজিৎ রায়ের।
হৈমন্তী শুক্লা এক ভিডিও বার্তায় বলেন, ‘সমরজিৎ আমার অত্যন্ত স্নেহের পাত্র। খুব গুণী ছেলে। ভালো সুর করে এবং লেখেও ভালো। ওর লেখা ও সুরের গান আমি গেয়েছি আগেই। আমার তখন থেকেই ওকে বেশ ভালো লেগেছে। গান বাজনা সম্পর্কে ভীষণ জ্ঞান রাখে সে। আর শুধু জ্ঞানে তো গান হয় না, গানটা ভেতর থেকে আসে, যেটা ওর মধ্যে খুব ভালো আছে।