হে যুবক!

সুভাষ চক্রবর্তী | রবিবার , ১১ অক্টোবর, ২০২০ at ৫:২৫ পূর্বাহ্ণ

হে যুবক!
তুমি কী রক্ত-মাংস হীনা?
তুমি কী কাপুরুষ?
তোমাতে নেই লজ্জা-শরম ঘৃণা।

তোমারি সম্মুখে,
তোমারি বোন ধর্ষিতা
ধিক তোমারে ধিক!
জন্ম তোমারি বৃথা
জেগে ওঠো, হে যুবক!
আলস্যে কাটাও না ক্ষণ।

জঞ্জাল মুক্ত কর ধরনী
সার্থক কর জীবন।

পূর্ববর্তী নিবন্ধধর্ষণ ও ভালোবাসা
পরবর্তী নিবন্ধশব্দেরা কবিতা হয় তোমাকে ছুঁয়ে