হে, মানুষ দেখো পৃথিবীকে

বীথি বড়ুয়া | রবিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:০০ পূর্বাহ্ণ

আলো-আঁধারিতে সূর্য যখন একটু
উঁকি দেয়, তখন গাছ-পালা,
পাখিদের কূজনে, এ ধরিত্রী হেসে উঠে।
যখন ভাবি সূর্য যদি এ পৃথিবীতে
আলো বিচ্ছুরণ না করতো,
তখন গাছ-পালা,
প্রাণীকুলের কি অবস্থা হতো।
মানুষ নামের বুদ্ধিমান প্রাণীটা
তখন কোথায় থাকতো?
প্রাণীকুলের এতো ক্ষিধার
জ্বালা থাকতো না,
প্রাণীরা ও এতো সংহারী
ভূমিকায় থাকতো না।
মানুষ এতো টাকার পাহাড় গড়তো না,
সম্পদ, বাড়ি-গাড়ি নিয়ে
এতো প্রতিযোগিতা হতো না।
একটু যদি ভাবি বরফ আচ্ছাদিত
অন্য এক পৃথিবীর কথা।
কেমন হতো আমাদের
জীবনের পথচলা।
সূর্যের আলো যদি পৃথিবীতে
নাই থাকতো, তাহলে তো এ পৃথিবীতে
কি কারো অস্তিত্ব থাকতো?
প্রকৃতি ও প্রতিশোধ এখন বর্তমান
তবু মানুষের হয় না কাণ্ডজ্ঞান
হে, মানুষ দেখো পৃথিবীকে
বেঁচে থাকার আশ্রয় কোনদিকে?

পূর্ববর্তী নিবন্ধতুমি কিছুই জানোনি
পরবর্তী নিবন্ধহঠাৎ মধ্যরাতে