প্রতীক্ষার প্রহর গুনছি প্রিয়
তোমায় দেখবো বলে
আকুল মন উতলা হয়ে আছে।
মন কেবল ছুটে আসতে চায়
তোমার সামনে বসার দিন কবে ফিরে আসবে
কবে আসবে আবার ঝাউপাতা কেঁপে উঠা দিন
কবে আসবে হরিৎভালোলাগা দিন
কবে আসবো তোমার হাওরে বুকে
তোমার বুকে নৌকা নিয়ে বেড়ানো দিন কবে আসবে
শাড়ির আঁচল উড়া বাতাসে ছেড়ে দেবো চুলের বাঁধন
সেই দিনের প্রতীক্ষায় আছি।
সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে
কেবল তোমার কাছে ছুটে আসি
শুধু তোমায় দেখবো বলে।
তোমার দরদী বুকে একবার হাত রেখে
তোমার সবুজ ছায়ায় একবার আশ্রয় দিও
হে প্রিয় স্বদেশ। সুপ্রিয় বাংলাদেশ।