হে আমার শৈশব!

মালেক রানা | রবিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২১ at ৫:২৩ পূর্বাহ্ণ

তোমার সীমান্তে আজ চেয়ে চেয়ে দেখি ঘন কুয়াশায় ঢেকে আছে সব/ মুখখানি শ্যামল ছায়ায় ঘেরা, আলো -আঁধারে খুঁজে ফিরি; গৌরবর্ণের আলো ছড়ানো সেই মুখ যেখানে মুক্তার দানা’র মতো চৈত্রের রৌদ্র রেণু জ্বলজ্বল করে ফোটে। কর্দমাক্ত আলপথ মাড়িয়ে শ্রাবণের অঝোর বৃষ্টি মেখে, বর্ণিল ছাতা মাথায় ধরে দীপ্ত পায়ে হেঁটে আসা পাঠালয় অভিমুখে; আমার ছাতক চোখের অপলক দৃষ্টির সীমানায় যখন তুমি; সব পাওয়ার আনন্দে মেতে ওঠা সদ্য কৈশোর উত্তীর্ণ বালকের সেকি আনন্দ! সেকি উচ্ছ্বাস! আজও তাড়িত করে। বৃষ্টি ভেজা শরিরে সামনে এসেই অবলীলায় তোমার বলে ওঠা “ভিজে গেছি” কন্ঠের মধুরতম সুরের তরঙ্গ ছড়ানো পাঠালয়, বারান্দা -চারিপাশ, মুগ্ধ আমিও, ছাত্র-ছাত্রীর মাঝখানে টানা বিভক্তি রেখা- পেরিয়ে তোমার স্পর্শের ব্যাকুলতা, উদাস দৃষ্টি বিনিময় আজও মনে পড়ে- মনে পড়ে মুক্তা ছড়ানো হারানো সেই সোনালী শৈশব।

পূর্ববর্তী নিবন্ধআজাদী টিকে থাকুক শত সহস্র বছর
পরবর্তী নিবন্ধস্মরণের আবরণে পণ্ডিত বিজন কুমার চৌধুরী