চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী তাঁর জীবদ্দশায় সাংবাদিকতা পেশাকে আলোকিত করেছেন। তিনি একজন নির্লোভ, সৎ, আদর্শবান ও ত্যাগী সাংবাদিক ছিলেন। চট্টগ্রাম প্রেস ক্লাব প্রতিষ্ঠায় তাঁর অবদান অনস্বীকার্য। চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রান্তিকালে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিভিন্ন সামাজিক–সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন স্তরের জনকল্যাণমূলক কাজে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তিনি ছিলেন আপাদমস্তক একজন ভালো মানুষ। চট্টগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে গতকাল সোমবার ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে হেলাল উদ্দিন চৌধুরীর শোকসভা ও দোয়া মাহফিলে বক্তারা এ কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, প্রবীণ সাংবাদিক এম নাসিরুল হক, মইনুদ্দীন কাদেরী শওকত, জাহিদুল করিম কচি, নির্মল চন্দ্র দাশ, দেবপ্রসাদ দাস, জেড এম এনায়েত উল্লাহ, আসিফ সিরাজ, হাসান আকবর এবং হেলাল উদ্দিন চৌধুরীর সন্তান তাসনিম উদ্দিন চৌধুরী।