৮০ কেজি ইলিশ জব্দ করে এতিমখানায় বিতরণ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩১ অক্টোবর, ২০২৩ at ৬:২৫ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা থেকে ১০ হাজার মিটার জাল ও ৮০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারজন জেলেকে পাঁচ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মাছ ধরার কাজে নিয়োজিত দুইটি ফিশিং বোটও জব্দ করা হয়।

গতকাল জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিমউদিন। জব্দকৃত ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে নষ্ট করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন মৎস দপ্তরের মৎস্য জরিপ কর্মকর্তা মাহবুবুর রহমান, বাংলাদেশ নেভি কনটিজেন কমান্ডার মো. মামুন, কোস্ট গার্ড কনটিজেন কমান্ডার তৌহিদুর রহমান।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর হতে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়বিক্রয়, বাজারজাতকরণ নিষিদ্ধ।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ
পরবর্তী নিবন্ধহেলাল উদ্দিন চৌধুরী সাংবাদিকতা পেশাকে আলোকিত করেছেন