হেমন্ত

সরোয়ার রানা | বুধবার , ৬ জানুয়ারি, ২০২১ at ১০:২২ পূর্বাহ্ণ

হেমন্তেরই সোনালী রোদ
নীল আকাশের মাঝে
মনটা আমার হারিয়ে ফেলি
মেঘের ভাঁজে ভাঁজে।

দূর্বা ঘাসে শিশির ফোঁটা
হীরার মতো জ্বলে
মাটির বুকে তারার মেলা
এ কোন কথা বলে !

স্বচ্ছ জলে হাঁসগুলো সব
করছে মজার খেলা
ডুব সাঁতারে জলকেলিতে
কাটছে দারুণ বেলা

হেমন্তেরই মিষ্টি রোদে
মনে ফূর্তি জাগে
নরম কোমল কাশের পরশ
বড়ই ভাল লাগে।

পূর্ববর্তী নিবন্ধঅর্কের চাঁদ
পরবর্তী নিবন্ধআর কত দিবি ফাঁকি?