আর কত দিবি ফাঁকি?

জসীম মেহবুব | বুধবার , ৬ জানুয়ারি, ২০২১ at ১০:২২ পূর্বাহ্ণ

এখন তো কেউ চিঠি লেখে না মা সব চলে মুঠোফোনে,
চিঠিরা ডুকরে ডুকরে কাঁদছে ড্রয়ারের এক কোণে।
মা-বাবার চিঠি, দাদিমার চিঠি, ভাই-বোনে চিঠি লেখা,
কোথায় হারালো এখন ওসব, কই পাবো তার দেখা ?
চিঠিতে চিঠিতে লুকানো ছিল মা কত হাসি খুশি গান,
ভাঁজে ভাঁজে ছিল জ্যোৎস্নার আলো কত কথা অফুরান।
ডাকপিয়নের ঝোলার ভেতরে স্বপ্নে মোড়ানো চিঠি,
এখনো এ মন উঁকিঝুঁকি মারে জ্বলে আজো মিটিমিটি।
খামে ভাঁজ করা চিঠিরা আসবে কত পথ চেয়ে থাকা,
চিঠিরা ঘুরছে শহর নগর চাটগাঁ, যশোর, ঢাকা।
ডাকহরকরা, ডাকপিয়নের আজ নেই ডাকাডাকি,
শোন্‌ শোন্‌ ওই মুঠোফোন তুই আর কত দিবি ফাঁকি ?

পূর্ববর্তী নিবন্ধহেমন্ত
পরবর্তী নিবন্ধসোনালি রোদ্দুরের আশায়