হেফাজতের নৈরাজ্য সহ্য করা হবে না

আ. লীগের বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৯ মার্চ, ২০২১ at ৬:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে হেফাজত ইসলামের ডাকা হরতালে নৈরাজ্য ঠেকাতে দিনভর নগরীর মোড়ে মোড়ে সক্রিয় ছিল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হরতালের প্রতিবাদে নগরীর বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
গতকাল মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দারুল ফজল মার্কেট চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সময়ে নগরীর বহদ্দারহাট ও অক্সিজেন মোড়ে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আরও ২টি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশব্যাপী স্বাধীনতা বিরোধী অপশক্তির নাশকতা জানান দিচ্ছে একটি অশনি সংকেত বাঙালি জাতির ভাগ্যাকাশে উঁকি দিচ্ছে। এরা একাত্তরের মতই পবিত্র ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে মানবতাবিরোধী যে অপকর্ম করেছে তার পুনরাবৃত্তি ঘটাতে চায়। তাই ইসলামের হেফাজতের নামে ধর্মীয় মুখোশে যে চক্রটির আবির্ভাব ঘটেছে আসলে তারা ইসলাম নয়, হেফাজতে পাকিস্তান। যেখানেই এই নব্য পাকিস্তানিদের দুর্গ এখনই তা চূর্ণ করে দিতে হবে।
মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সহ-সভাপতি নঈম উদ্দিন আহমেদ চৌধুরী, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন কুমার ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য পেয়ার মোহাম্মদ প্রমুখ। দক্ষিণ জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে সকাল ১১টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে হেফাজত ইসলামের দেশব্যাপী নৈরাজ্য ও হরতাল বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ, দপ্তর সম্পাদক আবু জাফর, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, আওয়ামী লীগ নেতা রূপকুমার নন্দী, ইলিয়াছ জাফর প্রমুখ।
মহানগর যুবলীগের অবস্থান কর্মসূচি : হেফাজতের হরতালবিরোধী কর্মসূচিতে নগরীর কয়েকটি মোডে যুবলীগ-ছাত্রলীগের উদ্যোগে হরতালবিরোধী অবস্থান কর্মসূচি পালিত হয়। নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ এই অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন। সকাল থেকে কাজীর দেউড়ি মোড়, ওয়াসার মোড়, দেওয়ানহাট মোড়ে নেতাকর্মীরা অবস্থান নেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক নগর যুবলীগ সহ-সভাপতি সুরুথ কুমার চৌধুরী, যুবলীগ সদস্য শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, কাজল প্রিয় বড়ুয়া, জহির উদ্দিন সুমন, রহিমদাদ খান বাদশা, দেলোয়ার হোসেন সুমন, মো. দৌলত, মো. দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম আজাদ, ইয়াসিন ভূঁইয়া, মো. আলী হাসান, আশরাফুল আলম সিদ্দিকি, রিমন পাঠান, সালামত উল্লা মানিক, নূর উদ্দিন বাবু, আশরাফ আকাশ প্রমুখ।
চট্টগ্রাম নাগরিক কমিটি : হরতালের নামে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নগরের জিইসি মোড়ে সমাবেশ করেছে নাগরিক কমিটি। সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু। সমাবেশে বক্তৃতা করেন সাবেক ছাত্রলীগ নেতা মো. ইলিয়াস উদ্দীন, শওকত আলম, আলাউদ্দিন, রফিকুল আলম রুবু, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সহ সভাপতি ইয়াসিন আরাফাত কচি, যুগ্ম সম্পাদক গোলাম ছামদানী জনি প্রমুখ।
চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল : অযৌক্তিক হরতাল ও মৌলবাদীচক্রের তাণ্ডবলীলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর প্রেস ক্লাব চত্বরে অবস্থান বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেজবাহ উদ্দিন মোরশেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য এম. আর আজিম। সমাবেশে আরো বক্তব্য রাখেন ফজলুল কবির সোহেল, মোসলেহ উদ্দিন আহমেদ শিবলী, আলী রেজা পিন্টু, আবু সাঈদ সুমন, নাসির উদ্দিন নোবেল, গিয়াস ছিদ্দিকী, মিন্টু, সাজ্জাদ হোসেন, সাঈদ রহিম, আরিফ উদ্দিন আরিফ, একরামুল হক রাসেল, অমিতাভ চৌধুরী বাবু প্রমুখ।
মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ : হেফাজতের ডাকা হরতালের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে হরতাল বিরোধী এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর নিউমার্কেট, স্টেশন রোড ও জুবলী রোড এলাকা প্রদক্ষিণ করে দারুল ফজল মার্কেট এসে মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাড. এ এইচ এম জিয়া উদ্দিনের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ মহানগরের যুগ্ম আহ্বায়ক কে বি এম শাহজাহান, সাদেক হোসেন পাপ্পু, নুরুল কবির, মো আনোয়ারুল ইসলাম বাপ্পী, পংকজ চৌধুরী কংকন প্রমুখ।
মহানগর ছাত্রলীগ : হেফাজতে ইসলামের ডাকা হরতালের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে মহানগর ছাত্রলীগ। গতকাল সকাল ১০টায় নগরের দারুল ফজল মার্কেট এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন রেল স্টেশনে গিয়ে সমাবেশে মিলিত হয়। মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন সহ-সভাপতি নোমান চৌধুরী, ইয়াছিন আরাফাত কচি, নাঈম রহমান, জয়নাল উদ্দিন জাহেদ, সাংগঠনিক সম্পাদক খোরশেদুল আলম মানিক, সম্পাদকন্ডলীর সদস্য মিনহাজুল আবেদন সানি, শাহরিয়ার হাসান, এম এ হালিম সিকদার মিঠু, হৃদয় মিত্র সুমন, আবদুল আহাদ, আবু হানিফ রিয়াদ, পিংকী সাহা, শেখ শরফুদ্দিন সৌরভ, আবু তারেক রনি, ভিপি ফয়সাল সাব্বির, শুভ ঘোষ, এম এ হাসান আলী, মো. আরাফাত রুবেল, ইমাম উদ্দিন নয়ন, মো. সালাউদ্দিন, আরজু ইসলাম প্রমুখ।
অঙিজেন থানা যুবলীগের সমাবেশ : হরতালের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুবলীগের আওতাধীন পাঁচলাইশ ও বায়েজিদ থানার বিভিন্ন ওয়ার্ড যুবলীগের উদ্যোগে নগরীর অঙিজেন বঙ্গবন্ধু চত্বরে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ মহানগর যুবলীগের সদস্য কফিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নূরুল আনোয়ার। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সদস্য নাছির তালুকদার, মেজবাহ উদ্দীন নোবেল, আনিসুর রহমান মানিক, মাকসুদ চৌধুরী, শাহাদাত হোসেন, শফিউল আলম মন্টি, মো. শাকিল, বিশ্বজিৎ দে, পংকজ দে প্রমুখ।
জিপিও মোড়ে সমাবেশ : হরতালের বিরুদ্ধে গতকাল সকাল ৯টা থেকে নিউ মার্কেটস্থ জিপিও মোড় চৌধুরী টাওয়ারের সামনে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর উদ্যোগে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হয়। মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটুর সভাপতিত্বে ও মো. ঈসমাইলের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন রায়হান রেওয়াজ সজীব, মারুফ আহমেদ, ইরশাদ ইফতেখার মামুন, ইমতিয়াজ আহমেদ বাবলা, মো. রাশেদ চৌধুরী, মঈন উদ্দিন মঈনু, আবু নাঈম, সাজ্জাদ আলী জুয়েল, মো. জুয়েল, মারুফুল ইসলাম মারুফ, মিজানুর রহমান, সরওয়ার হোসেন, সাজিবুল ইসলাম সজীব, রমজান আলী, মো. আরমান প্রমুখ।
৮ নম্বর শুলকবহর ওয়ার্ড : ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃত্বে গতকাল মুরাদপুর মোড়ে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও পথ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে ২ নম্বর গেইট, মুরাদপুর হয়ে বহদ্দারহাট পর্যন্ত হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, ইউনিট আওয়ামী লীগের সভাপতি আকতার ফারুক, সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, মহানগর সাবেক ছাত্রলীগ নেতা ইফতেখার হাসান বেনজির, মহানগর প্রজন্মলীগের আহ্বায়ক খন্দকার রাশেদ মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুদ খান, যুবলীগ নেতা সোহেল রানা, মো. কামাল হোসেন, নুর মোহাম্মদ লিটন, আওয়ামী লীগ নেতা সাহেদ মুরাদ, আব্দুর রহমান, মোতালেব সরকার, ইউসুফ মানিক, আসাদুজ্জামান আসাদ, লোকমান রশীদ, যুবলীগ নেতা জহির উদ্দিন সুমন, সাইফুল মান্নান শিমুল, নেজাম উদ্দীন, মনসুর আলম, আজিজুর রহমান, আইয়ুব খান, মো. ইকবাল হোসেন প্রমুখ।
কোতোয়ালী থানা যুবলীগ-ছাত্রলীগ : কোতোয়ালী থানা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল বিকাল ৪টায় যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ অর্থ-সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের নেতৃত্বে মিছিলটি নগরীর ডিসি হিল সম্মুখ সড়ক হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর তিনপুলের মাথায় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মধ্য দিয়ে শেষ হয়। সভায় বক্তব্য রাখেন নগর যুবলীগ নেতা নুরুল আজিম রনি, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য একেএম আজগর আলী, প্রশান্ত চৌধুরী যীশু, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, নাছির উদ্দিন ফাহিম, এম. কুতুব উদ্দিন, স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান, পংকজ রায়, তসলিম উদ্দিন, ইকবাল আহমেদ ইমু প্রমুখ।
পাঁচলাইশ থানা ছাত্রলীগ : পাঁচলাইশ থানা ছাত্রলীগের উদ্যোগে মুরাদপুর চত্বর থেকে ২ নম্বর গেইট এলাকায় থানা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন জামালের সভাপতিত্বে ও ইরফানুল হক বাপ্পীর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মুরাদপুর চত্বরে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক দিদারুল আলম দিদার। এ সময় বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সদস্য জাবেদুল আলম সুমন, মহানগর যুবলীগ নেতা শিমুল, আলমগীর কবির, মিতুন মল্লিক, ওয়াহেদ রাসেল, রনি, ফিরোজ মো. আসাদ, জাবেদ প্রমুখ।
জাতীয় শ্রমিক লীগ : হেফাজতের নৈরাজ্যের বিরুদ্ধে সকালে নগরীর নিউ মার্কেট চত্বরে মহানগর জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল বিশ্বাসের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফর আলী। সমাবেশ শেষে দারুল ফজল মার্কেটস্থ নগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। তামাকুমন্ডী লেইন দোকান কর্মচারী সমিতির সভাপতি মো. বখতেয়ারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মিরন হোসেন মিলন, মো. সিরাজুল ইসলাম, কামাল উদ্দিন চৌধুরী, নুরুল আমিন মিয়া, মো. আলমগীর, নুরুল আলম লেদু, হারুনুর রশীদ রনি, ওমর ফারুক প্রমুখ।
জাসদ : সারাদেশে হেফাজতের তাণ্ডবে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন জাসদ নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিমুদ্দিন বাবুল, উত্তর জেলা সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন নিজামী, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি অভিক ওসমান, দক্ষিণ জেলা নেতা মোহাম্মদ, হোসেন শামসুদ্দিন আহম্মদ ও নুরুল আবছার।

পূর্ববর্তী নিবন্ধযে পালঙ্কে আছে ১৬ পরী
পরবর্তী নিবন্ধটিকার পরের চালান কবে নিশ্চিত নন স্বাস্থ্যমন্ত্রী