হেফাজতের নতুন কর্মসূচি

| সোমবার , ২৯ মার্চ, ২০২১ at ৬:১৪ পূর্বাহ্ণ

সকাল-সন্ধ্যা হরতালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের পর নতুন কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম। হরতাল শেষে গতকাল রোববার বিকালে ঢাকার পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, সোমবার তারা পালন করবেন দোয়া দিবস হিসেবে। আর আগামী শুক্রবার সারা দেশে বিক্ষোভ করবে হেফাজতে ইসলাম। খবর বিডিনিউজের।
সংগঠনের ঢাকা মহানগর শাখার সহ প্রচার সম্পাদক এহসানুল হক বলেন, সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণার পাশাপাশি গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি, যারা গুলি করেছে তাদের চিহ্নিত করা, হতাহতদের ক্ষতিপূরণ এবং চিকিৎসা দেওয়া, মামলার নামে হয়রানি বন্ধ করার দাবি জানানো হয়েছে।
এছাড়া ইসলামী আন্দোলন আগামী বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে বলে সংগঠনের প্রচার ও দাওয়াত বিষয়ক সম্পাদক আহমেদ আব্দুল কাইয়ুম জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধমিল্কভিটার দুধের দাম বৃদ্ধিতে ক্যাব চট্টগ্রামের উদ্বেগ
পরবর্তী নিবন্ধপ্রাথমিক বিদ্যালয়ের ছুটিও ২২ মে পর্যন্ত