বিশ্ব নাট্যজগতে ও নাট্য চর্চার ইতিহাসে হেনরিক ইবসেন এক অনন্য প্রতিভা। তিনি আধুনিক ইউরোপীয় নাটকের পথিকৃৎ হিসেবে সুখ্যাত। আজ ইবসেনের ১৯২তম জন্মবার্ষিকী।
ইবসেনের পুরো নাম হেনরিক ইওহান ইবসেন। জন্ম ১৮২৮ সালের ২০ মার্চ নরওয়েতে। প্রথম জীবনে তাঁর আত্মপ্রকাশ কবি হিসেবে। কবিতার অঙ্গনে জনপ্রিয়ও হয়েছিলেন। ২২ বছর বয়সে যখন তাঁর নাটক রচনার শুরু, তখন তিনি অসলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এরপর বহু নাটক লিখেছেন। এসবের কিছুৃ কিছু মঞ্চস্থও হয়। কিন্তু সাফল্য যেন সোনার হরিণ হয়েই অধরা থাকে। তবু থেমে থাকেন না নাটকপ্রেমী ইবসেন। ঊনিশ শতকের শেষ দিকে বিশেষত ১৮৭৭ থেকে ১৮৯০ পর্যন্ত রচিত তাঁর সব
নাটকই ব্যাপক আলোড়ন তোলে। এই কালপর্বে ইবসেন ইউরোপীয় নাট্যমঞ্চে একচ্ছত্র অধিপতি। প্রথাগত রোমান্টিক ধারা পরিহার করে নাটকে সমাজ বাস্তবতা, সামাজিক সমস্যা, মনস্তত্ত্ব, নারী-ব্যক্তিত্বের স্বাতন্ত্র্য প্রভৃতি বিষয় ফুটিয়ে তুলতে সচেষ্ট হন ইবসেন। তাঁর শেষ দিকের নাটকগুলোতে ব্যক্তিগত শিল্পচিন্তা এবং ব্যক্তিজীবনের নানা বিষয়ও উপস্থাপিত হয়েছে পরোক্ষভাবে। ইবসেন রচিত নাটকের মধ্যে ‘আ ডলস হাউস’, ‘ঘোস্টস’, ‘দ্য মাস্টার বিল্ডার’, ‘ওয়াইল্ড ডাক’, ‘অ্যান এনিমি অব দ্য পিপল’ ইত্যাদি উল্লেখযোগ্য। ইবসেনের বেশ কিছু নাটক বাংলায় অনূদিত ও মঞ্চস্থ হয়েছে। ১৯০৬ সালে প্রথিতযশা এই নাট্যকার প্রয়াত হন।॥